বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি, দেখেনিন বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থান

সদ্য শেষ হয়েছে আইসিসির অন্যতম সেরা ইভেন্ট টি-২০ বিশ্বকাপ। সদ্য শেষ হওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স ও দলে তাদের কার্যকারিতা বিচার করে আসরের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক আইসিসি। আইসিসির প্রকাশিত এই একাদশে জায়গা পেয়েছেন ৬টি দেশের ক্রিকেটার।

চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার-আপ পাকিস্তান ও দুই সেমিফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড ছাড়াও একাদশে জায়গা পেয়েছেন সুপার টুয়েলভের গ্রুপ ২ এর দুই দল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

আসরের সেরা দল ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন অধিনায়ক ও উইকেটরক্ষক ওপেনিং ব্যাটার জস বাটলার, তার সঙ্গী অ্যালেক্স হেলস এবং ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় স্যাম কারান। ওপেনিং জুটিটা অনুমিতভাবেই আছে ইংল্যান্ডের দখলে।

ওয়ান ডাউনে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ভারতের সুপারস্টার বিরাট কোহলি। তার সতীর্থ সূর্যকুমার যাদব আছেন চতুর্থ পজিশনে। দারুণ এক শতক হাঁকানো নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের পর আছেন জিম্বাবুয়ের বিস্ময়কর অলরাউন্ড পারফর্মার সিকান্দার রাজা।

পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দুজন- অলরাউন্ডার শাদাব খান ও পেসার শাহীন শাহ আফ্রিদি। কারান ও শাহীন ছাড়াও পেসারদের মধ্যে আরও আছেন দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া ও ইংল্যান্ডের মার্ক উড। একাদশে সর্বোচ্চ ৪ জন সুযোগ পেয়েছেন ইংল্যান্ড থেকে। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।

একনজরে আইসিসি প্রকাশিত বিশ্বকাপের সেরা একাদশ

অ্যালেক্স হেলস, জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, অ্যানরিখ নরকিয়া, মার্ক উড ও শাহীন শাহ আফ্রিদি।