মাঠের সাইজের জন্যই দীনেশ কার্তিককে বসিয়ে ঋষভ পন্তকে একাদশে রেখেছে ভারত দল। ওদিকে চোটের জন্য দুই তারকা বাদ পড়েছেন ইংল্যান্ড দলে।
ডেভিড মালান ও মার্ক উডকে ছাড়া কিছুটা হলেও দুর্বল ইংল্যান্ড দল।
এমন আবহে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। আর তার সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ দিয়ে চলেছেন ইংলিশ বোলাররা।
বেন স্টোকস, ক্রিস ওকস, আদিল রশিদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুনে মেজাজে ব্যাট চালাতে পারছেন না ভারতীয় ব্যাটাররা।
১৪ ওভার শেষেও দলীয় সংগ্রহ ১০০ ছাড়াতে পারেনি। এদিকে ভারত হারিয়েছে দুই ওপেনারসহ ৩ উইকেট।
শুরুতেই ভারত শিবিরে আঘাত হানেন ওকস। ওকসের প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারের ৪র্থ বলে কিপার বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল মাত্র ৫ বলে ৫ রান করে।
এর পর বিরাট কোহলির সঙ্গে ৫৬ রানের জুড়ি গড়ে আউট হয়ে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা।
৮ম ওভারের ৫ম বলে জর্ডানকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে স্যাম ক্যারেনের হাতে ধরা পড়েন রোহিত। ৪ বাউন্ডারিতে ২৮ বলে ২৭ রান করেছেন হিটম্যান।
ভারত দলের সবচেয়ে বড় আতঙ্ক সূর্যকুমার যাদবকে বড় ইনিংস খেলতে দেননি স্পিনার আদিল রশিদ। ১২তম ওভারের দ্বিতীয় বলে সল্টের হাতে ক্যাচ তুলে দেন সূর্য। ১০ বলে ১৪ রান করে থেমেছেন তিনি।
এর পর থেকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে এগিয়ে যাচ্ছেন কোহলি।
খেলার এ পর্যায়ে ১৭.১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৭ রান। কোহলি ৩৮ বলে ৪৮ রানে অপরাজিত। হার্দিক ২১ বলে ২৪ রানে।