ম্যাচ হেরেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লো আয়ারল্যান্ড

যেকোনো প্রতিযোগিতা মানেই যেন নতুন রেকর্ড আর রেকর্ড ভেঙে রেকর্ড গড়া। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপও এর ব্যতিক্রম না। চলতি এই টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন এক রেকর্ড গড়েছে আয়ারল্যান্ড দল। যা নেই বিশ্বের শীর্ষ ক্রিকেট দলগুলোর ঝুলিতেও।

চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে হেরেও রেকর্ড বুকে নাম লিখিয়েছেন আইরিশরা। বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিকের পাশে নাম লেখান আইরিশ বোলার জোশুয়া লিটল। এতে আয়ারল্যান্ডের হয়ে গড়ে ফেলেন এক বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আইরিশরাই একমাত্র দল যাদের ঝুলিতে রয়েছে দুটি হ্যাট্রিকের তকমা।

এর আগে ২০২১ বিশ্বকাপে আইরিশদের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাট্রিক করেন কার্টিস ক্যাম্পার। যা ওই বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিকের ঘটনা। টানা ৪ বলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি।

চলতি বিশ্বকাপে প্রথম হ্যাট্রিকের গৌরব সৃষ্টি করেন আরব-আমিরাতের বোলার কার্তিক মিয়াপ্পান। শ্রীলঙ্কার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন ভারতীয় বংশোদ্ভূত এই বোলার। যা কি না বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম হ্যাট্রিকের ঘটনা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬টি হ্যাট্রিক হয়েছে। এর মধ্যে ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। এরপর দ্বিতীয় হ্যাট্রিকের ঘটনা ঘটে ২০২১ বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচে।

একই বিশ্বকাপে শ্রীলঙ্কার ওয়ানিদু হাসারাঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ হ্যাট্রিক করেন।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৪০টি হ্যাট্রিকের রেকর্ড হয়েছে। এর মধ্যে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার টানা চার বলে চারটি উইকেট নেন, যেটাকে ক্রিকেটীয় ভাষায় ‘ডাবল হ্যাট্রিক’ বলা হয়।