সেমিফাইনালের সুযোগ আসতেও পারে: তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকেও। আপাতত নিজেদের সেরাটা নিঙরে দিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় চায় বাংলাদেশ, তাসকিন আহমেদ জানিয়েছেন এমনটাই।

বর্তমানে চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান সংখ্যক জয় নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় তিনে পাকিস্তান। শেষ ম্যাচে বাবর আজমের দলকে হারাতে পারলেই বাংলাদেশের পয়েন্ট হবে ছয়।

এরপর সাউথ আফ্রিকা যদি নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কোনোভাবে হারে, তাহলে তাদের পয়েন্ট থাকবে পাঁচ। সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশ এই গ্রুপ থেকে সেমিফাইনালে চলে যাবে।

কিন্তু ভারত যদি নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যায় তাহলে পাঁচ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের রাস্তায় থাকবে জিম্বাবুয়েও। তখন এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার পুরোটাই নির্ভর করবে নেট রান রেটের ওপর। এসব সমীকরণ ভালোভাবেই মাথায় আছে বাংলাদেশ দলের।

পেসার তাসকিন মিডিয়াকে বলেন, ‘প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও জয়ের প্রচেষ্টা নিয়েই মাঠে নামব। সবাই সেরাটা দিবো ইনশাআল্লাহ। আমাদের গ্রুপটা বেশ জমে যাচ্ছে। এখনও যদি জিততে পারি, কোনও না কোনোভাবে সুযোগ আসতেও পারে। চেষ্টা থাকবে সেরাটা দিয়ে ভালো কিছু করার ইনশাআল্লাহ।’

‘গত ম্যাচে আমাদের সামনে সুযোগ ছিল জেতার। পরে গিয়ে আমরা হয়তো হেরে গিয়েছি। পুরো দলের সবাই উন্নতির দিকেই চোখ রাখছে। শেষ ম্যাচটাও আমরা জয়ের জন্যই খেলব, নিজেদের সেরাটা দিয়ে। মোরালি আমরা কেউ ডাউন না, সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে। খারাপ লাগছে যেহেতু হেরে গিয়েছিলাম।’