ব্যান্ডের তালে নৌকার শোডাউন

বিএনপির বিভাগীয় সমাবেশের একদিন পর শতাধিক পিকআপ ভ্যানে ব্যান্ডপার্টির তালে তালে লাল-সবুজের পতাকা দিয়ে নৌকা সাজিয়ে শোডাউন করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ।

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের এ শোডাউনের আয়োজন করেন মেয়র মনোনয়ন প্রত্যাশী ও রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

রোববার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ থেকে নৌকার এ শোডাউন যাত্রা শুরু হয়ে শাপলা চত্বর, মডার্ন মোড়, দর্শনা হয়ে বাস টার্মিনাল, সিও বাজার থেকে হাজিরহাট, বুড়িরহাট, মাহিগঞ্জ, পার্কের মোড় হয়ে ৩৩টি ওয়ার্ডেই দিনব্যাপী চলে এই শোডাউন।

ব্যান্ড পার্টির সদস্যদের বাদ্যযন্ত্রের তালে তালে চলা শোডাউন একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন সড়কের দুপাশে। এ সময় হাত নেড়ে নগরবাসীকে অভিবাদন জানান সম্ভাব্য মেয়র প্রার্থী তুষার কান্তি মণ্ডল।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল জানান, নৌকা প্রতীক মানে উন্নয়নের প্রতীক। স্বাধীনতার ৫২ বছরে রংপুরের যতটুকু উন্নয়ন হয়েছে, বেশির ভাগ উন্নয়নই আওয়ামী লীগ সরকার করেছে। রংপুরের মানুষ উন্নয়নের পক্ষে, নৌকার পক্ষে। সেই উন্নয়নের প্রতীক নিয়ে রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে চলবে এ শোডাউন।