চা বাগানে প্রীতম-শেহতাজের অন্যরকম বিয়ে

মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন দেশের বিখ্যাত গায়ক খালিদ হাসান মিলুর ছোট ছেলে গায়ক প্রীতম হাসান। শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের পাশে চা বাগানের উন্মুক্ত মঞ্চে বসে তাদের অন্যরকম এই বিয়ের আসর।

অন্যরকম বিয়ে বলার কারণ, দেশের অন্য কোনো তারকাকে সাধারণত এর আগে এভাবে খোলা জায়গায় মঞ্চ বসিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে দেখা যায়নি। যেটা করলেন প্রীতম-শেহতাজ। সেই বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। শোবিজ অঙ্গন থেকে ছিলেন সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, শাওন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

বিয়ে শেষে সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন প্রীতম। ক্যাপশনে লেখেন, ‘আরও অনেক ছবি আপলোড করা হবে।’ প্রীতমের পোস্ট করা ছবিতে তাকে সাদা শেরওয়ানিতে দেখা গেছে। কনে শেহতাজকে দেখা গেছে গোলাপি লেহেঙ্গায়, পায়ে কেডস। শেহতাজও ফেসবুক আইডিতে কনে সাজার ছবি পোস্ট করেছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হয় প্রীতম ও শেহতাজের গায়ে হলুদের অনুষ্ঠান। সে বিষয়টি নিশ্চিত করে প্রীতম জানিয়েছিলেন, আপাতত পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন তারা। পরে বড় আয়োজনের মাধ্যমে সবাইকে নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

বছর পাঁচেক আগে প্রীত‌মের গাওয়া ‘জাদুকর’ গানের মিউ‌জিক ভি‌ডিও‌তে ম‌ডেল হন শেহতাজ। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক শুরু। গোপনেই সে সম্পর্ক চলেছে পাঁচ বছর। অবশেষে বিয়ের মাধ্যমে সেই সম্পর্ক পূর্ণতা পেল।