নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ গ্রুপ-২ এর তিনটি ম্যাচ আছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিডনিতেই দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত।

৪ উইকেটের সেই রুদ্ধশ্বাস জয়ে তারা ছিল পয়েন্ট টেবিলের দুইয়ে। আজ বাংলাদেশের বিপক্ষে বিশাল জয়ে গ্রুপ ২ এর শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। আজ জিতলেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করবে।

ভারত একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিত সিং, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিডস, কলিন অ্যকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।