২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিশ্বকাপে দারুন শুরু করেছে বাংলাদেশ। বাছাই পর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্যে দিয়ে দীর্ঘ ১৫ আক্ষেপ ঘুচেছে বাংলাদেশের। ২০০৭ সালের পর আবারও বিশ্বকাপের মুল পর্বে জয়ের দেখা পেল বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তি ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ২৭ অক্টবর সিডনি ক্রিকেট গ্রাউন্ড মাঠে ম্যাচটি অনুষ্টিত হবে। বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে সকাল ৯টায়। এর আগের ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় সকাল ১০টায়।
প্রথম ম্যাচ জয়ের ফলে বাংলাদেশ দল দারুন ফুরফুরে মেজাজে আছে। অন্য দিকে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তাই দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। বাংলাদেশ বেশ কিছু দিন জেনুইন চার বোলার নিয়ে খেলছে। এর অবশ্য কারণ আছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। দলে ব্যাটিং গভিরতা বাড়াতায় চার বোলার নিয়ে খেলছে বাংলাদেশ।
কিন্তু দক্ষিণ আফ্রিকার বেশির ভাগ ব্যাটিং পাওয়ার হিটিং করতে সক্ষম। তাই তাদের বিপক্ষে খেলতে জেনুইন ৫ বোলার নিয়ে খেলা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাই একাদশে একটি পরিবর্তন দেখা যেতে পারে।
সেক্ষেত্রে সেরা একাদশ থেকে বাদ পড়তে পারে ইয়াসির আলী। তার জায়গাতে দেখা যেতে পারে নাসুম অথবা মেহেদি হাসান মিরাজকে। তবে এখানে মিরাজ বেশি এগিয়ে আছেন। তার দুইটি কারণ আছে। এক মিরাজ ব্যাটিং+বোলিং দুইটি করতে পারবে। আর আরেকটি কারণ হলো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সবচেয়ে বেশি বাঁহাতি বোলারদের বিপক্ষে পাওয়ার হিটিং করতে পারে। বাঁহাতি বোলারদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রায় সব ব্যাটারদের স্ট্রাইক রেট গড়ে ১৫০+।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেট কিপার, সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।