কুয়েতে সিরাতুন্নবী মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের ঢল

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ অক্টোবর) বাদ মাগরিব দেশটির ফরয়ানিয়া মেট্রো শপিং মলের পেছনের মসজিদ নাসের আল সেহেরিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে এবং মাস্টার আব্দুল মুনিম ও আইপিসির দাঈ মাওলানা মামুনুর রশিদের যৌথ সঞ্চালনা সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুয়েতের দাওয়াতি সংস্থা আইপিসির দাওয়া বিভাগের প্রধান খালেদ আব্দুল্লাহ সাবাহ। মাহফিলে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির সমাগম ঘটে।

কুরআন তেলাওয়াতের পর হাজার হাজার বাংলাদেশিদের উপস্থিতিতে হামদ-নাত ও ইসলামি সংগীত পরিবেশন করেন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।

হযরত মুহাম্মদের (সা.) জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুয়েতের বাংলা খুতবা মসজিদের খতিব মাওলানা মুস্তাকুর রহমান। সমাপনী আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম।

পরে রবিউল আওয়াল মাস উপলক্ষে রাসুলের (সা.) জীবনী বিষয়ক মাসব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।