বাংলাদেশ-ভারতের অভিন্ন সমস্যাগুলোর সমাধান হবে: স্পিকার

বাংলাদেশ-ভারতের অভিন্ন সমস্যাগুলোর সমাধান হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, উভয় দেশের সম্পর্ক সমস্যা, সম্ভাবনা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ওপর নির্ভরশীল। এগুলোতে আমাদের উত্তোরত্তর উন্নতির দিকে যাচ্ছে। উভয় দেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ চূড়ায় রয়েছে। আশা করি- সামনের দিনে এটি আরো বৃদ্ধি পাবে এবং উভয় দেশের অভিন্ন সমস্যাগুলোর সমাধান হবে।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়ন, স্থীতিশীলতা, বিভিন্ন সমস্যার সমাধান ও বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্রে উভয় দেশের সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। এখানে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উভয় দেশের সম্পর্ক জোরদারেও গণমাধ্যমের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আশা করি, গণমাধ্যম সেই কাজটি করে যাবে।

স্পিকার আরো বলেন, বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী দেশ হিসেবে, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে পারস্পরিক উন্নয়ন ও স্থিতিশীলতায় বিশ্বাসী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শান্তি প্রতিষ্ঠায় এবং উন্নয়ন নিশ্চিতকরণে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো জোরদারকারণে বিশেষ করে দুই দেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

শিরীন শারমিন বলেন, আমরা বিশ্বাস করি- যে কোনো সমস্যা আলোচনার মধ্যে দিয়ে সমাধান করা সম্ভব।