বলিগসিপ (Bollywood Gossip) বলিউডপ্রেমীদের বেশ পছন্দের বিষয়। সিনেমার বাইরেও এই গসিপ তড়কা বহু মানুষের মনোরঞ্জন করে। কেউ যেখানে বলিউডের নেতিবাচক খবর যেমন কেচ্ছা প্রকৃতির বিষয়ের দিকে একটু বেশি ঝুঁকে থাকেন। সেখানেই বহু মানুষ আবার বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের ইতিবাচক খবর যেমন- প্রেমজীবন, দৈনন্দিন কার্যাবলী কেন্দ্রীক খবরের প্রতি বেশি আসক্ত থাকেন।
সম্প্রতি ৯০ দশকের এক অভিনেত্রীর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে এমনই এক গুঞ্জন রটেছে, যা শুনে কেউ খুশি হয়েছেন, কেউ অবাক হয়েছেন, আবার কেউ কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন। সবমিলিয়ে মূলত মিশ্র প্রক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। এই খবরটি হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী কাজলকে (Kajol) কেন্দ্র করে। সম্প্রতি গুঞ্জন রটেছে যে, তিনি এবার তৃতীয় সন্তানের (Third Child) মা হতে চলেছেন।
বর্তমানে তিনি মুখ্য চরিত্রে খুব একটা অভিনয় না করলেও, একটা সময় ছিল যখন তাঁর আর অভিনেতা শাহরুখ খানের জুটির সিনেমা মানেই হিট ধরে নেওয়া হতো। অপরদিকে, কাজল-অজয় (Ajay Devgn) জুটির সিনেমাও দর্শকদের মন কেড়েছে। এই অবস্থায়, খবরটির গুঞ্জন রটতেই শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। এই গুঞ্জন রটতে শুরু করে মূলত ‘কফি উইথ করণ’-এর সেট থেকে। সেখানে মূলত কালো রঙের পোশাক পরিহিত কাজলের বর্ধিত পেট দেখতে পাওয়ার পর থেকেই গুজব রটতে শুরু করে।
এই খবরটি চর্চায় থাকার আরও একটি কারণ হল, ৪৭ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসা। কারণ, এটি চিকিৎসা মহলে মাতৃত্বের স্বাদ পাওয়ার ক্ষেত্রে বেশ বিতর্কিত বয়স বলে মনে করা হয়। তবে, সমস্ত গুঞ্জনেই কার্যত জল ঢেলে দিলেন কাজল-অজয়। তাঁরা জানান যে, তাঁর বর্ধিত পেট, শুধুমাত্র বর্ধিত ওজনের ফলাফল ছিল, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার নয়।