এশিয়া কাপে রানে ফেরা বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেরা ছন্দে আছেন। বিশ্বকাপে বাজিমাত করতে নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিই সেরা পারফর্মার হতে পারেন। এমন ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।
ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত হয়ে পন্টিং বলেন, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে কোহলির চেয়ে ভালো কোনো ক্রিকেটার এই মুহূর্তে দেখছি না।
পন্টিং আরও বলেছেন, রিবাট কোহলি অধিনায়ক থাকাকালীন দলকে দারুণ নেতৃত্ব দিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় তো দুর্দান্ত। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোহলির থেকে ভালো ক্রিকেটার দেখেছি কিনা নিশ্চিত নই। এক দিনের ক্রিকেটে কোহলির কীর্তি অভাবনীয়। কী অসাধারণ পরিসংখ্যান।