সর্বশেষ ২০০৬ সালে পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ভারত। অনেকেই মনে করেন ওই সিরিজ দিকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে পরিচয় করিয়েছিলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সর্বশেষ পাকিস্তানের মাটিতে ২০০৮ সালের এশিয়া কাপের পর আর খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘদিন ধরে দু’দেশের রাজনৈতিক কারণে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। তাইতো ১৫ বছর পরে আগামী বছরের এশিয়া কাপ দিয়ে বন্ধ ওই দুয়ার খুলতে পারে।
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট ওয়ানডে টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে এশিয়ার প্রতিটি দলের জন্যই এই টুর্নামেন্ট অনেক গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ ১৫ বছর পর আবারো পাকিস্তানে যাচ্ছে ভারত জাতীয় ক্রিকেট দল।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ওই আসর খেলতে যাওয়ার ব্যাপারে ১৬ অক্টোবর মুম্বাইতে বসা বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আলোচনা করবে বলে জানিয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম।
ওইদিন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন রজার বিনি। সেক্রেটারি থাকবেন জয় শাহ। তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট। বিশ্বকাপের বছর হওয়ায় এশিয়া কাপে তিনি দল পাঠানোর ব্যাপারে আশাবাদী। কারণ পাকিস্তান সফরে ভারত না গেলে পিসিবি বিশ্বকাপ থেকে দল প্রত্যাহারের হুমকি দিতে পারে।
তখন বিসিসিআই-এর উপর চাপ সৃষ্টি করতে পারে আইসিসি। বিষয়টি নিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘পূর্বের মতোই বিষয়টি ভারত সরকারের থেকে ছাড়পত্র পাওয়ার উপর নির্ভর করবে।’