ক্রিকেট পাড়ায় বাবর আজম ও বিরাট কোহলিকে নিয়ে আলোচনার শেষ নেই। ভক্তদের মাঝেও চলে লড়াই। কারও চোখে রাজা কোহলি আবার কারও চোখে বাবর। কিন্তু বাইশ গজে দুইজনই সেরাদের লড়াইয়ে রয়েছেন উপরের দিকে। এবার বাবব আজম আরেকটু উপরে নিয়ে গেলেন নিজেকে।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাবর আজম। খেলেন ৫৫ রানের অসাধারণ এক ইনিংস। আর এই ৫৫ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই ব্যাটার।
মাত্র ২৫১ ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করা বাবর আজম এখন এশিয়ান ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন। পিছনে ফেলেছেন ভারতের বিরাট কোহলিকে। বিরাট কোহলির ১১ হাজার রান করতে লেগেছিলো ২৬১ ইনিংস।