টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ পিছিয়ে বেশ। ২০ ওভারের ক্রিকেটে উন্নতির জন্য নানান পরিকল্পনা নিয়েছে বিসিবি। তবুও কোনোভাবে মিলছে না সুফল। তামিম ইকবালের বিদায়ের পর ওপেনিং সমস্যা কাটিয়ে উঠতেই পারছে না বাংলাদেশ। এবার নতুন করে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে।
নাঈম শেখ থেকে শুরু করে মুনিম শাহরিয়ার। এরমাঝে এনামুল বিজয়, সৌম্য সরকাররা ওপেনিংয়ে সুযোগ পেলেও মেলে ধরতে পারেনি নিজেদের। সর্বশেষ মেহেদী মিরাজ ও সাব্বির রহমান জুটি দেখা গিয়েছিলো ওপেনিংয়ে। মিরাজ কিছুটা সাফল্য পেলেও সাব্বির রহমান মেলে ধরতে পারেননি নিজেকে। এবার তার জায়গা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নির্বাচকরা পরীক্ষা চালাচ্ছেন নানান জায়গায়। এবার নতুন পরিকল্পনায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সাব্বির-মিরাজ জুটির সমাপ্তি ঘটিয়ে শুরু হয়ে পারে নাজমুল শান্তর অধ্যায়। আজ বুধবার (৫ অক্টোবর) মিরপুরে গণমাধ্যমকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন হাবিবুল বাশার সুমন।
বাশার বলেন, ‘শান্ত (নাজমুল হোসেন) রয়েছে ওপেনার হিসেবে। আমি মনে করি টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে বিশ্বকাপে কাদের খেলাবে। বিশ্বকাপে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকবে না। এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট আরেকটা কম্বিনেশন চিন্তা করতে পারেন।’
বাশারের এমন বক্তব্যে বলায় যায় ওপেনিং পজিশনে পরিবর্তন আসবে। এছাড়াও ত্রিদেশীয় সিরিজেই মূল দল গঠন হবে বলে জানান বাশার। তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজই আমাদের শেষ সুযোগ। টিম ম্যানেজমেন্ট দেখবেন অন্য কাউকে দিয়ে ওপেনিং করানো যায় কী-না। এই সিরিজে যারা ওপেনিং করবেন, টপ অর্ডারে খেলবে তারাই বিশ্বকাপে কন্টিনিউ করবে।’