বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

সিলেটে নারী এশিয়া কাপে খেলছে বাংলাদেশ দল। আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হতে বিশ্বকাপের গ্রুপ ও সূচি সোমবার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসসিসি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার সঙ্গে গ্রুপ-১ খেলবে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ।

আর গ্রুপ-২ এ ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের সঙ্গে খেলবে বাছাই পর্বের বাধা পেরিয়ে আসা আয়ারল্যান্ড।

১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে কেপ টাউন, পার্ল ও গেবেখায়। দুই সেমি-ফাইনাল ও ফাইনাল হবে কেপ টাউনে।

দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা ম্যাচ দিয়েই নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠবে। ১২ ফেব্রুয়ারি কেপ টাউনে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

১৪ ফেব্রুয়ারি গেবেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিগার সুলতানাদের দ্বিতীয় ম্যাচ। ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর ২১ ফেব্রুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গ্রুপ-১ ও গ্রুপ-২ থেকে শীর্ষ চার দল ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সেমি-ফাইনাল খেলবে। ২৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে আসর শেষ হবে।