সাফজয়ী নারী ফুটবলার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার স্বপ্না রানী রায় ও সোহাগী কিসকুকে আবারো সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ওই দুই নারী ফুটবলারকে আবারো গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় স্বপ্না ও সোহাগীকে সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হয়। উপজেলা প্রশাসন তাদের দুজনকে ৫০ হাজার করে ১ লাখ টাকা ও স্থানীয় সাংসদ জাহিদুর রহমান জাহিদও ব্যক্তিগতভাবে আর্থিক পুরস্কার দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে ও প্রভাষক প্রশান্ত বসাকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সোহেল রানা ও অধ্যক্ষ জাকির হোসেন।
উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, ক্রীড়া সংস্থার জাহাঙ্গীর আলম সরকার, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, মোবারক আলী, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক, সাফজয়ী নারী ফুটবলার স্বপ্না ও তার বাবা নীরেন চন্দ্র এবং সোহাগী কিসকু ও তার বাবা গুলজার কিসকু, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমির কোচ গোপাল মুরমু সুর্গা প্রমুখ।
এর আগে শনিবারও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ওই দুই নারী ফুটবলারকে গণসংবর্ধনাসহ আর্থিকভাবে পুরস্কৃত করা হয়।