ব্রেকিং নিউজ: ক্রিকেট পাড়ায় শোকের ছায়া মারা গেলেন ৩৬ বছর বয়সের পাকিস্তানি তারকা ক্রিকেটার

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক পাকিস্তানি পেসার। ইসলামাবাদের এই পাকিস্তানি পেসারের নাম শাহজাদ আজম। তার এই মৃত্যুর সংবাদ পাকিস্তানের ক্রিকেট এক্সপার্ট ফারহান নিশার এক টুইটার বার্তায় নিশ্চিত করেছেন। সেখানে এই ক্রিকেট এক্সপার্ট লিখেছেন, ‘শাহজাদ আজম, ইসলামাবাদের ৩৬ বছর বয়সী এই পেসার আজ (৩০ সেপ্টেম্বর) সকালে আচমকা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও জাতীয় দলের জার্সি গায়ে ওঠেনি শাহজাদের। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৫ ম্যাচে মাঠে নেমে ৩৮৮ উইকেট শিকার করেছেন এই পেসার।

শাহজাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজও। তিনি নিজের টুইটারে এই পেসারের মৃত্যু সংবাদ জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন,

‘শাহজাদের বিদায়ের সংবাদ শুনে আমি ভীষণ মর্মাহত এবং দুঃখ পেয়েছি। সে অত্যন্ত প্রতিভাবান এবং পরিশ্রমি ক্রিকেটার ছিলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক। তার পরিবার এবং স্বজনদের প্রতি আমার স্বান্তনা থাকলো। আসলে জীবন অনিশ্চিত।’

কেবল হাফিজ নয় শাহজাদের বিদায়ে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের পাকিস্তানের অন্যান্য ক্রিকেটাররাও। টুইটারে শোক জানিয়েছেন সোহেল তানভীর থেকে শুরু করে সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, শান মাসুদরাও।