অভাবের তাড়নায় কল সেন্টারে কাজ করছেন টিভি অভিনেত্রী একতা শর্মা। মূলত, করোনার সময়ে ইন্ডাস্ট্রিতে কাজ না পেয়ে রুটিরুজির জন্য কল সেন্টারে চাকরি নেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে একতা শর্মা বলেন—‘আমি শিক্ষিত একজন নারী। বাড়িতে বসে কান্নাকাটি করার চেয়ে বাইরে গিয়ে রোজগার করাই শ্রেয় মনে হয়েছে। আমি সম্মানজনক একটি কাজ করি; এজন্য আমি গর্বিত।’
হাতে কাজ না থাকায় নিজের গহনা বিক্রি করে দেন একতা। প্রথমে ভেবেছিলেন এক বছর পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাবনার সঙ্গে আর বাস্তবতা মিলেনি। এ বিষয়ে একতা বলেন, ‘বাইরে গিয়ে কাজ করার জন্য মানসিক প্রস্তুতি নিতে হয়েছে। আগে বিলাসবহুল জীবন যাপন করেছি; ডায়েট খাবার খেতাম, আমাকে সাহায্য করার জন্য স্পট বয়রা থাকত। এখন ক্ষিপ্ত গ্রাহকদের সঙ্গেও কথা বলতে হয়। আমার জীবন বদলে গিয়েছে।’
কাজের জন্য ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন একতা। কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক সময় টিভি পর্দা দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী বলেন, ‘আমি আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ। কারণ তারা আমার স্নাতক সম্পন্ন করিয়েছেন। যার জন্য এই চাকরি আমি পেয়েছি।’
জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত মুখ একতা। তার অভিনীত টিভি সিরিয়াল হলো—‘ড্যাডি সামঝা করো’, ‘কুসুম’, ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’, ‘কামিনী দামিনী’ প্রভৃতি।