দেশের চলচিত্রের নিয়মিত মুখ মাহিয়া মাহি। অভিনয় দিয়েই জায়গা করে নিয়েছে লক্ষ ভক্তের মনে। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ভালোবাসার রঙ দিয়ে যাত্রা শুরু হয় এই অভিনেত্রীর। অভিষেকেই বাজিমাত করেন মাহি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়। সেই অভিনেত্রী এবার দিলেন সুখবর। সোমবার (১২ সেপ্টেম্বর) তার নিজ ফেসবুক একাউন্টে এক স্টাট্যাসে জানালেন মা হতে যাচ্ছেন তিনি।
স্টাট্যাসে মাহি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আছেন সবাই? আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছিনা। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারন আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। স্বামী রাকিব পেশায় ব্যাবসায়ী। এরপর থেকেই সিনেমা থেকে দূরে চলে গিয়েছে এই অভিনেত্রী। মন দিয়েছেন সংসারে।