ছোট ছোট রিল ভিডিওতে বেশ ভালোভাবেই মজেছেন বাংলাদেশের পুরাতন এবং নারী দলের ক্রিকেটাররা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে গিয়ে বাংলাদেশ লিজেন্ডস দলের সব ক্রিকেটাররা বলিউডের জনপ্রিয় গান ‘কালা চশমা’-তে নেচেছেন।
এবার তাদের দেখাদেখি একই গানে নেচে রিল ভিডিও বানিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার জাহানার আলম, সালমা খাতুন, রুমানা আহমেদরা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছেন পেসার জাহানারা নিজে।
‘আমরাও একটু চেষ্টা করলাম’ ক্যাপশন দিয়ে জাহানারা সেই ভিডিও পোস্ট করেন। নিচে আপনাদের জন্য ভিডিওটি দেওয়া হলো