সড়ক দুর্ঘটনায় ভাতিজার মারা যান, সেই মরদেহ দেখে মৃত্যু হলো চাচার। ভাতিজা জাবের আহম্মেদের (২৬) ও চাচা খায়েজ আহম্মেদ ওরফে রবি মেস্ত্রিরও (৫৭)। ফেনী সদর উপজেলার কালিদাহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামে বাসিন্দা। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, জাবের হোসেন সোমবার দুপুরে চট্টগ্রামে ঘুরতে যাওয়ার পথে কুমিরায় তার মোটরসাইকেলকে একটি দ্রতগামী ট্রাক চাপা দিলেই শরীর থেকে মাঠা আলাদা হয়ে ঘটনাস্থলে মারা যায়। তার মরদেহ সন্ধ্যা সাতটার দিকে বাড়িতে নিয়ে আসলে একই বাড়ির চাচা রবিউল হক রবি খণ্ড খণ্ড মরদেহ দেখেই মূর্ছা যান। এর কিছুক্ষণ পরই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম বলেন, ই ধরণের ঘটনা সত্যিই বেদনাদায়ক। ভাতিজার মরদেহ দেখেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, জাবেরের লাশ বাড়িতে আনলে দেখার সঙ্গে সঙ্গে চাচার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।