আফগানিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হারার কারণে এশিয়া কাপের যাত্রা এখানেই শেষ হচ্ছে বাংলাদেশের। এশিয়া কাপে বিদায় নিলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলতে চায় বাংলাদেশ। এ কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই উন্নতির তাড়না দিলেন সাকিব আল হাসান।
আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান করে বাংলাদেশ। যদিও বোলারদের ব্যর্থতায় এই ম্যাচে আর জেতা হয়নি সাকিববাহিনীর। দলের বোলারদের ডেথ বোলিংয়ের কথা তাই আলাদাভাবেই বললেন সাকিব।
ইনিংসের পঞ্চম ওভারে সাকিব নিজেই দেন ১৮ রান। এর আগে ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে ১৪ রান দেন মুস্তাফিজুর রহমান। অভিষেক ম্যাচে প্রথম দুই ওভারে তিন উইকেট নিলেও নিজের তৃতীয় ওভারে ২২ ও চতুর্থ ওভারে ১৭ রান দেন এবাদত হোসেন।
সাকিব বলেন, ‘আমার মনে হয় কয়েকটি বাজে ওভার আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে। শেষ ওভারের আগেই তারা ৮ উইকেট হারিয়েছে। যদিও তারা চার বল হাতে রেখেই জিতে গেছে। এর মানে হচ্ছে ডেথ বোলিংয়ে আমরা ভালো করিনি। তবে লঙ্কানদের কৃতিত্ব দিতেই হয়। তারা দারুণ ব্যাটিং করেছে। শানাকা বেশ ভালো করেছে।’
‘আমরা আগে আগে উইকেট নিতে চেয়েছি। কিন্তু আমাদের বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে পারেনি। এ কারণে স্পিনারদের দিয়ে শেষ ওভার করাতে হয়। শেষ ছয় মাসে আমরা ভালো খেলিনি। তবে শেষ দুই ম্যাচে আমরা ভালো খেলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসবে। এর আগে আমাদের উন্নতি করতে হবে।’
সাকিবের হৃদয়ে আলাদা অবস্থা নেন আরব আমিরাতে থাকা বাংলাদেশের সমর্থকরা। সমর্থকদের জন্য ম্যাচ প্রেজেন্টেশনে দুঃখ প্রকাশ করেন তিনি, ‘আমাদের ভক্তদের জন্য খারাপ লাগছে। যেখানেই যাই, আমরা অনেক বেশি সমর্থন পাই।’