বিদায়ের আগে ৬ হাজারের মাইলফলকের রেকর্ড সাকিবের

মিরাজ-মুশফিকের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান। ব্যাট হাতে গড়েন দারুণ এক রেকর্ড। দেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৬০০০ রানের কীর্তি গড়লেন টাইগার অধিনায়ক।

এই রেকর্ড গড়ে অবশ্য বেশিক্ষণ আর থিতু হতে পারেননি সাকিব। মহেশ থিকসানার বল বুঝে উঠতে পারেননি তিনি। বোল্ড হয়ে হারান উইকেট। এর আগে ২২ বলে ৩ চারে খেলেন ২৪ রানের ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ রান। এর আগে নাইম শেখ আর এনামুল বিজয়ের বদলে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু হয় বাংলাদেশের।

তবে ১৯ রানেই ভেঙে যায সাব্বির-মিরাজের জুটি। একজনের অভিষেক, আরেকজন আন্তর্জাতিক ক্রিকেট ফিরেন তিন বছর পর। তবে শেষ পর্যন্ত জিতলেন অভিষিক্ত শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্দোই।

শর্ট বলে ঠিক স্বস্তিতে ছিলেন না মিরাজ বা সাব্বির, এবার পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি সাব্বির। এজড হয়েছেন, উইকেটের পেছনে ধরা পড়ার আগে করেছেন ৬ বলে ৫ রান। মিরাজ ও সাব্বিরের ওপেনিং জুটি টিকল ২.৫ ওভার, উঠেছে ১৯ রান।

কিন্তু হাসারাঙ্গা ডি সিলভাল বলে ৩৮ রানে থেমে গেলেন মেহেদি হাসান মিরাজ। ২৬ বলে তিনি ২টি ৬ ও ২টি ৪ মারেন। ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম। করুণারত্নের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার; ৪ রান নিয়ে ফেরেন সাজঘরে।