প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারালে ম্যাচ জেতা কঠিন : সাকিব

পরাজয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে মোহাম্মদ নবীরা। ম্যাচ হেরে হতাশা ঝরেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে ম্যাচ জেতাটা কঠিন। তবে দারুণ বোলিং করে আমাদের বোলাররা আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। আফগানিস্তান সত্যিই খুব ভালো খেলেছে, তাদেরকে ক্রেডিট দিতেই হবে। মোসাদ্দেক ভালো খেলেছে। তবে আমাদের অন্যদের আরো অবদান রাখা উচিত ছিল। ‘

আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরানের প্রশংসা করেছেন সাকিব, ‘আমরা জানি যে নাজিবুল্লাহ (জাদরান) খুবই বিধ্বংসী ব্যাটসম্যান। ওদের যখন ৬০ রান দরকার তখন মনে হয়েছিল আমরা জিতব। সব কৃতিত্ব নাজিবুল্লাহর। ‘

আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের জয়ী দলই যাবে সুপার ফোরে।