টাইগার তান্ডবে চাপে আফগানিস্তান, দেখেনিন লাইভ

শারজায় বাংলাদেশের দেয়া ১২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই তিন উইকেটে হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান। নিজের প্রথম ওভারে বল করতে এসে আফগান দলনেতা মোহাম্মদ নবিকে ফেরালেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৬৫ রান তুলেছে আফগানরা। এখন ২১ ইব্রাহিম ও ১ রানে নাজিবুল্লাহ অপরাজিত রয়েছেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই রান তুলতে পারছিলেন না আফগানিস্তানের ব্যাটাররা। নবি-রশিদদে চাপে রেখে ইনিংসের পঞ্চম ওভারে রহমানুল্লাহ গুরবাজকে ফেরান সাকিব। আউট হওয়ার আগে ১১ রান করেনে গুরবাজ।

এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি পরের দুই ব্যাটারও। ২৩ রানে জাজাই ও ৮ রানে আউট হন নবি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মুজিব উর রহমানের ঘূর্ণিতে পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ দল। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে বোল্ড আউট হন মোহাম্মদ নাঈম শেখ। নিজের দ্বিতীয় ওভার করতে এসে এবার বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুজিব। আউট হওয়ার আগে ১৪ বলে ৫ রান করেন বিজয়।

শুরুতেই চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা চালাতে গিয়েও পারেননি দলনেতা সাকিব আল হাসান। আউট হয়েছেন ১১ রানে। আর আউট হওয়ার আগে মুশফিক করেছেন ১ রান। আফিফের ব্যাট থেকে এসেছে ১২ রান।

ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ-মোসাদ্দেক মিলে ৩৬ রান তুললে একশ পেরিয়ে যায় বাংলাদেশ। এরপর রশিদ খানের করা বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে ২৫ রান করেন রিয়াদ। ১২ বলে ১৪ রানে রান আউট হন শেখ মেহেদি হাসান।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান মোসাদ্দেক হোসেন সৈকত। মাত্র ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। এদিকে কোনো বল খেলার সুযোগ হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের।