সালমানের খানের ভাই আরবাজ খান এবং আইটেম তারকা মালাইকা অরোরা বিয়ে করেছিলেন ১৯৯৭ সালে। আরহান খান নামে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ ২০ বছর সংসার করা পর ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। তখন থেকেই বয়সে ছোট অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মালাইকা। এই অসম জুটির প্রেম বলিউড ওপেন সিক্রেট।
তারই মাঝে ফের কাছাকাছি দেখা গেল সাবেক দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরাকে। তবে নতুন করে প্রেম নয়, বা সম্পর্ক জোড়া লাগছে এমনটাও নয়। ছেলে আরহান খানের জন্যই আরও একবার কাছাকাছি এসেছিলেন তারা। বুধবার মুম্বাই বিমানবন্দরে ছেলে আরহানের সঙ্গেই দেখা গেল আরবাজ-মালাইকাকে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আরহান খান। পড়াশোনার জন্যই বুধবার মার্কিন মুলুকে উড়ে যান তিনি। বুধবার রাতে বিমান ধরার আগে বাবা-মা আরবাজ ও মালাইকা তাকে বিমানবন্দরে ছড়াতে এসেছিলেন। ছেলেকে গুড বাই জানাতে গিয়ে আরবাজ এবং মালাইকা দুজনেই জড়িয়ে ধরেন আরহানকে।
ভিডিওর নিচে নেট নাগরিকদের বিভিন্ন মন্তব্য উঠে এসেছে। কেউ আরহানের উদ্দেশ্যে লিখেছেন, ‘ও বহুবার বাবা-মাকে কাছকাছি আনার চেষ্টা করেছে। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন।’ কারও কথায়, ‘এই বাচ্চাদের জীবন কেমন যে হয়, মা-বাবা থেকেও নেই।’ কেউ লিখেছেন, ‘ভিডিওটাতে কেউ খেয়াল করেছেন কি মালাইকা আরবাজের দিকে তাকাতেও পারছেন না।