সৌদি আরবের আকাশপথ দিয়ে প্রথমবারের মতো উড়ে গেছে ইসরায়েলের একটি বাণিজ্যিক বিমান।
ইসরায়েলের তেলআবিবের বেনগরিয়ন বিমানবন্দর থেকে স্থানীয় সময় মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে দেশটির আরকিয়া এয়ারলাইন্সের বিমানটি যাত্রা শুরু করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে বলা হয়, এটি পূর্ব আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্রে যায়। যাত্রা পথে বিমানটি ২০ মিনিট সৌদির আকাশপথ ব্যবহার করে।
এক সাক্ষাৎকারে আর্কিয়ার প্রধান পাইলট দিন গাল বলেন, প্রথমবারের মতো দুবাইয়ের পরিবর্তে আমাদের একটি বিমান সৌদি আরবের আকাশ দিয়ে যাত্রা করেছে।
এর পর এটি ওমানের ওপর দিয়েও উড়ে যায়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওমানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়।