তুরস্কের ইস্তানবুলে হয়ে গেল ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। একই গ্রুপ ‘সি’তে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষরা হলো : বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লাজেন। ড্রয়ের জন্য চারটি পট নির্ধারণ হয়েছিল।
ইউরোপের শীর্ষ ছয়টি লিগের চ্যাম্পিয়নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের শিরোপাধারী ছিল এক নম্বর পটে। রিয়াল চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা- দুটোতেই চ্যাম্পিয়ন হওয়ায় এই পটে জায়গা পেয়েছে ডাচ লিগের সেরা আয়াক্স। দুই থেকে চার নম্বর পট নির্ধারিত হয়েছে উয়েফার ক্লাব কোয়েফিশিয়েন্ট র্যাঙ্কিং মেনে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে কে কোন গ্রুপে
গ্রুপ এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, এফসি রেঞ্জার্স।
গ্রুপ বি: এফসি পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, ক্লাব ব্রাগে।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লাজেন।
গ্রুপ ডি: ফ্রাঙ্কফুর্ট, টটেনহাম, স্পোর্তিং ক্লাব, অলিম্পিক মার্শেই।
গ্রুপ ই: এসি মিলান, চেলসি, সার্লসবুর্গ, ডিনামো জাগরেভ।
গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লেইপজিগ, শাখতার দোনেস্ক, এফসি সেল্টিক।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, এফসি কোপেনহেগেন।
গ্রুপ এইচ: পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফা।
৬ ও ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার শুরু হবে গ্রুপের প্রথম ধাপ। গ্রুপ পর্বের খেলা হবে মোট ছয় সপ্তাহ। শেষ ধাপ হবে ১ ও ৯ নভেম্বর মঙ্গলবার ও বুধবার।