পাকিস্তানে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি

পাকিস্তানের অর্থনীতিতে ভূমিকা রাখতে সৌদি আরব এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের নির্দেশ দিয়েছেন। দেশটির অর্থনীতি এবং জনগণকে সাহায্য করতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরো জানা যায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে ফোনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায়সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক স্বার্থ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

পাকিস্তান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। যা দিয়ে তারা এক মাসের কিছু বেশি সময় আমদানি চালিয়ে যেতে পারবে।

সূত্র : আল অ্যারাবিয়া।