গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুর ১টায় ঢাকার র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে র্যাব ফোর্সেস আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ব্রিফ করবেন।
স্থানীয় সূত্র জানায়, ভুল চিকিৎসায় কালীগঞ্জ থানা এলাকায় এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে ওই বেসরকারি হাসপাতালের পরিচালক বন্যা বেগম ও তার সহযোগীসহ সাতজনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, গত রোববার গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়। ওই রোগীর ‘এবি’ পজিটিভ রক্তের প্রয়োজন থাকলেও তাকে পুশ করা হয় ‘বি’ পজিটিভ রক্ত।
নিহত প্রসূতি শিরিন বেগম উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি সদ্য নবজাতক ছাড়াও ১০ বছরের দুটি যমজ ছেলেসন্তানের মা ছিলেন।
পরে মঙ্গলবার গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ডা. সানজিদা পারভীনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন।