‘সব দোষ আমার, দর্শকদের নয়!’ একের পর এক ছবি ফ্লপ। ‘বেলবটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’ ও ‘রক্ষা বন্ধন’। হিট যেন চোখেই দেখছেন না অক্ষয় কুমার। তার ওপর সোশ্যাল মিডিয়ায় বয়কট বলিউডের ডাক। সব মিলিয়ে অক্ষয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
আর সেই দুশ্চিন্তার থেকেই নতুন ছবি ‘কাঠপুতলি’র প্রচারে এসে ছবি ফ্লপের সব দোষ নিজের কাঁধে টেনে নিলেন অক্ষয়। শনিবার মুম্বাইয়ে ‘কাঠপুতলি’ ছবির প্রচারে এসে সাংবাদিক প্রশ্নের মাঝে অক্ষয় সোজা সাপটা জানালেন, বলিউডের দুঃসময়ের জন্য পুরোটাই দায়ী তিনি।
অক্ষয়ের কথায়, হিন্দি ছবি চলছে না, এই দোষ আমার এবং বলিউডের সঙ্গে যুক্ত সবার। দর্শকদের এ ব্যাপারে কোনও দোষ নেই। আমার মনে হয় সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। দর্শকরা ঠিক কী দেখতে চাইছেন সেটা আগে বুঝতে হবে। এটা না করলে আমাদের বলিউড একেবারে ডুবে যাবে।
এরই মাঝে শনিবার সোশ্যাল মিডিয়ায় ‘ও মাই গড টু’ ছবির প্রথম ঝলক শেয়ার করলেন অক্ষয়। ঝলকে দেখা অক্ষয়কে দেখা গেল শিবের অবতারে। ছবি পোস্ট করে অক্ষয় লিখলেন, ‘অক্টোবরের ২ তারিখ ও মাই গড টু মুক্তি পাবে না!’ অন্যদিকে, ‘কাঠপুতলি’ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে