তিনতলা ভবন থেকে পড়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত

জামালপুরের দেওয়ানগঞ্জে চারতলা ভবনের তৃতীয় তলার বারান্দার রেলিং থেকে পড়ে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার বেলা ১০টায় পৌর এলাকার আজিমনগর বাদেশশারিয়াবাড়ী জামিউল উলুম কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- ইসলামপুরের উলিয়া গ্রামের হাফেজ আব্দুল আজিজ (১৪) এবং বকশীগঞ্জ বগারচরের হেফজ শিক্ষার্থী আসাদুল্লাহ (১৩)।

সহপাঠী শিক্ষার্থীরা জানায়, তিনতলা ভবনে প্রায় ৪০ জন শিক্ষার্থী হেফজ বিভাগে অধ্যয়ন করছে। সকাল ৯টায় ক্লাস শেষ হয়। সবাই ঘুমিয়ে পড়ে। আসাদুল্লাহ এবং আজিজ বারান্দার রেলিংয়ে বসে কথা বলছিল। এক সময় একজন পড়ে যেতে লাগলে অপরজন তাকে বাঁচাতে গেলে দুজনই একসঙ্গে পড়ে যায়। আহতদের দেওয়ানগঞ্জ হাসপাতালে নেওয়া হলে অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাদেরকে জামালপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম যুগান্তরকে জানান. আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই হাত-পা, কোমর প্লাস্টার করা হয়েছে।