শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মায়ের সামনে জুনায়েদ (২) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে ইউনুস আলী নামে এক যুবক।
সোমবার দুপুরে উপজেলার আরশিনগর ইউনিয়নের সুবিধবালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ একই উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের হাদিস সরদার কান্দি গ্রামের বাসিন্দা শাহাজালাল খালাসির ছেলে।
প্রাথমিকভাবে পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, ঘাতক ইউনুস আলী ‘মানসিকভাবে অসুস্থ’। তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে জুনায়েদ। দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে শিশুটি উঠানে খেলা করছিল। এ সময় মানসিক বিকারগ্রস্ত ইউনুস আলী হঠাৎ এসে শিশুটির মায়ের ওপর অতর্কিত হামলা চালালে মা মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তার হাতে থাকা কাঠের টুকরা দিয়ে শিশু জুনায়েদের মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যায় সে। ঘটনার পর স্থানীয়রা জুনায়েদকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান বলেন, শিশুটির মাথায় ও মুখে উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।