তেলের দাম বৃদ্ধির খবরে পেট্রল পাম্পে যানবাহনের ভিড়

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবরে রাজধানী ঢাকার তেল পাম্পগুলোর সামনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের ভিড় লেগে গেছে। আজ শুক্রবার রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই খবর প্রকাশের পরপরই রাজধানীর পেট্রল পাম্পগুলোতে ভিড় করতে শুরু করেন মোটরসাইকেল, প্রাইভেটকারসহ তেল চালিত ছোট যানবাহনের চালকেরা।

এদিকে কিছু এলাকায় পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ করে দেওয়ার খবরও পাওয়া গেছে। এ নিয়ে মোটরসাইকেল চালকেরা বিক্ষোভও করছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

ডিজেল ও কেরোসিনে লিটারপ্রতি ৩৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা। অকটেনে ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা ও পেট্রল লিটারে ৪৬ টাকা বেড়ে করা হয়েছে ১৩০ টাকা।

তবে ডিপোর ৪০ কিলোমিটারের বাইরে লিটারপ্রতি ডিজেল ১০৬ টাকা, কেরোসিন ১০৭ টাকা অকটেন ১২৪ টাকা এবং পেট্রল ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।