আপনার ঘরে যদি তেলাপোকা বাসা বেঁধে থাকে তবে তা যতো তাড়াতাড়ি সম্ভব তাড়িয়ে দেবার ব্যবস্থা করুন। কেননা এটি আপনাকে বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকিতে ফেলতে পারে। তবে কিছু ঘরোয়া উপায়ে এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।
চলুন চটকরে জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে আবাসস্থল থেকে তেলাপোকা দূর করার সহজ উপায়-
আমাদের শত্রু তেলাপোকা আর তেলাপোকার শত্রু হলো তেজপাতা। তেলাপোকা তেজপাতার গন্ধ একদমই সহ্য করতে পারে না। তাই যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব রয়েছে সেসব স্থানে তেজপাতা গুড়া করে ছিটিয়ে দিন। দেখবেন সেসব জায়গার ধারেকাছেও আর তেলাপোকা আসবে না।
সাবান ও পানি দিয়ে একটি মিশ্রন তৈরী করুন সেই পানি একটি স্প্রের বোতলে রেখে দিন। ঘরের কোণায় কোণায় এই পানি স্প্রে করুন। এতে তেলাপোকা মারা যাবে।
বোরিক এসিড ও ময়দা একসাথে মেখে একটা ডো-এর মতো করে নিন, এরপর এর থেকে ছোট ছোট লেচির মতো করে সেই লেচি তেলাপোকার উপদ্রব আছে সেইসব জায়গায় রেখে দিন। এতে তেলাপোকা বধ হবে।
তেলাপোকা অ্যামোনিয়ার গন্ধ একদমই সইতে পারে না। এর জন্য আপনাকে একটি মিশ্রণ প্রস্তুত করতে হবে। এক বালতি পানিতে ২ কাপের মতো অ্যামোনিয়া মিশিয়ে সেই পানি দিয়ে রান্নাঘর ভালো করে মুছে নিন। দেখবেন তেলাপোকা দৌঁড়ে পালাবে।
চিনি এবং বেকিং সোডা একসাথে মিশেয়ে সেই মিশ্রণ ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। এতে করে চিনি খেতে তেলাপোকা ছুটে আসবে এবং বেকিং সোডা খেয়ে অক্কা পাবে।
এসবের সাথে সাথে তেলাপোকা থেকে পরিত্রাণের জন্য রান্নাঘর সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। খেয়াল রাখুন যেনো উচ্ছিষ্ট খাবার জমে না থাকে ।