১৩ মিনিটে ৩ গোল করে বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

মেয়েদের কোপা আমেরিকার ফাইনালে ওঠা হলো না আর্জেন্টিনা দলের। টুর্নামেন্ট জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল তাদের।

তবুও প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণই ছিল আর্জেন্টিনার কাছে। কারণ এ ম্যাচ জিতলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত আর্জেন্টিনার।

আর সেই লক্ষ্যে সফল আলবিসেলেস্তেরা। ১৩ মিনিটে ৩ গোল করে মেয়েদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল দলটি।

কলম্বিয়ার মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে শনিবার সকালে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা নারী দল।

আর্জেন্টিনার পক্ষে গোল জোড়া করেছেন ইয়ামিলা রদ্রিগেজ। একটি এসেছে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দোর পা ছুঁয়ে। অন্যদিকে প্যারাগুয়ের পক্ষে একমাত্র গোলে তাদের কারো কৃতিত্ব নেই। আত্মঘাতী গোল করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার রমিনা নুনিয়েজ।

৩ গোলের একটিও প্রথমার্ধে দিতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ৩৯ মিনিটে নুনিয়েজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা।

ম্যাচে ৭৮ মিনিটে আর্জেন্টিনা সমতায় ফেরান ইয়ামিলা রদ্রিগেজ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো। ইনজুরি টাইমের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করে ৩-১ ব্যবধান গড়ে দেন ইয়ামিলা।

অর্থাৎ মাত্র ১৩ মিনিটেই ৩টি গোল করে আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশিতে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনে মেসির দেশের প্রমিলারা।