যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ও বৈধ কাগজপত্র না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন মোটরসাইকেল ও দুই সিএনজিচালককে দুই হাজার টাকা জরিমানা করেছেন।

একই সঙ্গে আদালত যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলা সদরের সিএনজি কাউন্টারে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আবুল হাসেম।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম যুগান্তরকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সিএনজি কাউন্টারে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও গাড়িগুলোর বৈধ কাগজপত্র না থাকায় ৫টি গাড়ি চালকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।