জাপানে পৌঁছেছেন মেসি, নেইমার, এমবাপেরা

স্পোর্টস ডেস্ক: প্রায় তিন বছর পর আবার ইসরায়েলে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তবে এবার আর্জেন্টিনা জাতীয় দলকে নিয়ে নয়, প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে খেলতে ইসরায়েলে যাবেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। যেখানে তার সঙ্গী হবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রও।

চলতি মাসের শেষ দিন ফ্রেঞ্চ সুপার কাপের লড়াইয়ে নন্তের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচটি হবে ইসরায়েলের অন্যতম বাণিজ্যিক শহর তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে। এই মাঠেই গত মৌসুমের ফ্রেঞ্চ কাপ খেলতে ইসরায়েলে গিয়েছিলেন নেইমার, কাইলিয়ান এমবাপেরা।

ইসরায়েলের মাঠে হতে যাওয়া ম্যাচটি দিয়েই পিএসজির কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে যাত্রা শুরু হবে ক্রিস্টোফার গালতিয়েরের। এর আগে অবশ্য জাপানে পিএসজির কোচ হিসেবে তার অভিষেক হবে। যেখানে তিনটি প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামবে পিএসজি।

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলতে রোববার জাপানে পৌঁছেছেন মেসি, নেইমার, এমবাপেরা। বুধবার কাওয়াসাকি ফ্রন্টাল, শনিবার উরাওয়া রেডস এবং শেষ ম্যাচে সোমবার গাম্বা ওসাকার বিপক্ষে খেলবে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবটি।

এরপর ফ্রেঞ্চ কাপের ম্যাচটি খেলতে ইসরায়েল উড়ে যাবে পিএসজি। গতবছর লিলের বিপক্ষে এই ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছিল তারা। সেই ম্যাচটি খেলতে ইসরায়েল গেলেও মাঠে নামেননি নেইমার জুনিয়র, এমবাপে, সার্জিও রামোসরা।

এবার নন্তের বিপক্ষেও খেলা হবে না এমবাপের। গত মৌসুমে লিগের শেষ ১০ ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখেছিলেন এ ফ্রেঞ্চ তরুণ। যে কারণে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। তাই এমবাপেকে ছাড়াই নন্তের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে গালতিয়েরকে।

এমবাপে না পারলেও মেসি-নেইমারদের মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে। সবশেষ ২০১৯ সালে উরুগুয়ের বিপক্ষে ইসরায়েলে খেলেছিলেন মেসি। সেদিন ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টিনার গোল দুইটি করেন সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসি।