এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

উইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনক পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজে দারুণ খেলছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল তামিমবাহিনী।

উইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ২০ দশমিক ৪ ওভারেই। তামিম ইকবাল ৫০ ও লিটন দাস ৩২ রানে অপরাজিত থাকেন

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১০৯ রানে গুটিয়ে গেছে উইন্ডিজ দল। সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন কিমো পল। এছাড়া ১৮ রান করেন শাই হোপ। কাইল মেয়ার্সের ব্যাট থেকে এসেছে ১৭ রান।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। নাসুম আহমেদের শিকার ৩ উইকেট। মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।

উল্লেখ্য যে, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়লাভ করেছিল টাইগাররা।