সারা রাত মাছ না পেয়ে হতাশ, ভোরে জালে উঠল বিশাল বাগাড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে আসেল হালদারের জালে ৩৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৮ জুলাই) ভোরে দৌলতদিয়ার ৬নং ফেরিঘাটের অদূরে জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতোই জেলে আসেল হালদার ও তার সহযোগীরা রাতে পদ্মায় মাছ ধরতে বের হন। সারা রাত নদীতে জাল ফেলে মাছের দেখা না পেয়ে তারা হতাশ হয়ে পড়েন। পরে ভোরের দিকে তারা ৬নং ফেরিঘাটের অদূরে জাল ফেলেন। কিছু সময় পর জালে জোরে একটা ধাক্কা লাগে। তারা বুঝতে পারেন জালে বড় কোনো মাছ আটকে গেছে।

পরে তারা জাল তুলতেই দেখেন তাতে একটি বড় বাগাড় মাছ ধরা পড়েছে। এরপর সকাল ৯টার দিকে মাছটি দৌলতদিয়ার আনো খাঁর মৎস্য আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে ৫নং ফেরিঘাটের ব্যবসায়ী মোহাম্মদ আলী মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, সকালে ঘাটে এসেই জানতে পারি আনো খাঁর আড়তে ৩৪ কেজি ওজনের বাগাড় মাছ উঠেছে। পরে আনো খাঁর আড়তে গিয়ে উন্মুক্ত নিলামে মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নিই। এখন প্রতি কেজি ১২০০ টাকা হলে বিক্রি করে দেব। মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি।