এবারও কোরবানি দিচ্ছেন মিম

কোরবানির ঈদ সমগ্র মুসলমানের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। যা তাদের কাছে ত্যাগের নিদর্শন। প্রতিবছর এ দিন সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সনাতন ধর্মে এই রীতি না থাকলেও ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিয়মিত কোরবানি দিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

কোরবানি প্রসঙ্গে মিম বলেন, ‘এই ঈদেও আমি কোরবানি দিচ্ছি। প্রতিবছরের মতো এবারও খাসি কোরবানি দেব।’

কোরবানির পশু কিনেছেন কি না­—জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও কিনিনি। সবে তো হাট বসেছে। অনেকেই কিনছেন। আশা করছি ঈদের দুই দিন আগে আমিও কিনব।’

অনেক তারকাই কোরবানির হাটে যান। নিজ হাতে পশু কিনেন। তবে মিম তেমনটা করছেন না। তিনি বলেন, ‘হাটে যাওয়া সম্ভব হবে না। সেই সুযোগও হয়ে উঠবে না। ড্রাইভার যাবে কিনতে।’

সনাতন ধর্মের হয়েও কেন কোরবানি দেন—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আসলে বিষয়টি আমি সেভাবে দেখি না। আপনারা জানেন আমি সম্প্রীতির দিকটা প্রাধান্য দেই। পবিত্র রমজানের সময়ও পরিবারের সবাইকে নিয়ে ইফতারে অংশগ্রহণ করি। সম্প্রীতির এই জায়গা থেকেই আমার এই অংশগ্রহণ।’

এবার ঈদে মুক্তির মিছিলে রয়েছে মীম অভিনীত ‘পরাণ’ সিনেমা। সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ছবিটির ট্রেলার ও গান এরইমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

সূত্র : ব্রেকিংনিউজ