সোনারগাঁওয়ে নৌকার পরাজয়ের কারণ জানালেন আ.লীগ নেতারা

সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সোহাগ রনির পরাজয়ের কারণ জানালেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সোমবার সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতারা দাবি করেন, প্রার্থীর অজ্ঞতা ও অযোগ্যতাই নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ।

এর আগে নৌকার প্রার্থী সোহাগ রনি তার নিজের দায় এড়াতে আওয়ামী লীগের চার নেতাকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানান আওয়ামী লীগ নেতারা।

তারা আরও বলেছেন, কেন্দ্রীয় আওয়ামী কার্যালয়ে সোহাগ রনি যে অভিযোগ করেছেন তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম।

এতে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল, নাসরিন সুলতানা ঝরাসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতারা।

লিখিত বক্তব্যে ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম জানান, সোহাগ রনি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।