বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড

রবিবার ডমিনিকায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপট দেখিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩৫ রানে হারিয়ে দিয়েছে ক্যারিবীয়রা।

ফলে সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। এমন দিনেও সাকিব আল হাসান গড়েছেন নতুন এক নজির।

গতকাল ব্যাট হাতে বাংলাদেশের হয়ে একাই লড়াই করেছেন সাকিব আল হাসান। ৫২ বলে ৬৮ অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

এই ফরম্যাটে ১০০ উইকেটের ক্লাবে তো ঢুকেছেন আরো আগে। ফলে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব।

৯৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাকিবের নামের পাশে এখন ২০০৫ রান, ১২০টি উইকেট রয়েছে। এই ফরম্যাটে তিনি সর্বোচ্চ উইকেটশিকার‌িও।