মালয়েশিয়ায় অবৈধদের দেশে ফেরার সুযোগ শেষ

মালয়েশিয়ায় থাকা অবৈধ বিদেশিদের দেশে ফেরার সুযোগ শেষ হয়েছে (৩০ জুন) রাতে। আর এ প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পরপরই শুরু হবে অভিযান। এ কথা জানিয়েছেন দেশটির স্বারাষ্ট্র মন্ত্রী দাতুক সেরি হামজাহ জায়নুদ্দিন।

৩০ জুন বৃহস্পতিবার বুকিত আমানে স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, এ কর্মসূচিতে অবৈধ বিদেশিদের নিজ নিজ দেশে ফিরে যেতে সরকার পর্যাপ্ত সময় দিয়েছে।

তিনি বলেন, তাদের (বিদেশিদের) ৩০ জুন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সময় দেওয়া হয়েছে সফলভাবে প্রত্যাবাসনের। শেষ মুহূর্তে কেএলআইএ এবং কেএলআইএ-২ সহ বিভিন্ন টার্মিনালে দেশে ফিরতে ভিড় করেন অবৈধ অভিবাসীরা।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচির অধীনে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে ২ লাখ ৮২ হাজার ৫৮১ জন অবৈধ অভিবাসী নাম নিবন্ধন করেন।

এর মধ্যে ২ লাখ ৪৩ হাজার ২৭৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে- এমনটিই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি দেশে ফিরেছেন এ রিপোর্ট লিখা পর্যন্ত তা জানা যায়নি।