বন্যার মধ্যে ভারী বর্ষণের আশঙ্কা

বন্যায় প্লাবিত সিলেটে বিভাগের প্রায় ৮০ শতাংশ জায়গা। এর মধ্যে দেশে আরও বেশ কয়েকটি জেলায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীর নিম্নাঞ্চল তলিয়ে গেছে । এমন পরিস্থিতিতে ছয় বিভাগে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। আর খুলনা ও রংপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আরও জানায়, গতকাল সন্ধায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই পূর্বাভাস আপাতত অব্যাহত থাকবে। আজকে সন্ধ্যায় ভারী বর্ষণ নিয়ে আপডেট পূর্বাভাস দেওয়া হবে।

আগামী তিন থেকে চার দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের অঞ্চল এবং পরিমাণ কিছুটা কমে আসতে পারে।