ভোট দিতে পেরে খুশি ৮৯ বছর বয়সের ওসমান গণি

নিজের বয়স শত ছুঁই ছুঁই বললেও জাতীয় পরিচয়পত্র মতে তার বয়স ৮৯ বছর। এ বয়সে অন্যের সাহায্য ছাড়া চলতে না পারলেও ভোটের উৎসবে যোগ দিতে সকাল থেকেই কেন্দ্রে আসার বায়না ধরছিলেন ওসমান গণি। তার এমন আবদারে নাতি সামাদ ফকির ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছেন।

বুধবার টাঙ্গাইলের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেখা মেলে ওসমান গণির। এ সময় কথা হয় তার সঙ্গে। নাতি সামাদ ফকিরের সাহায্য নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন বলে জানান। এ বয়সে ভোট দিতে এসে বেজায় খুশি ওসমান গণি। শুধু ভোট কেন্দ্রেই নয়, রিকশায় চড়ে গিয়েছেন এক আত্মীয়ের নির্বাচনী প্রচারণায়ও।

ওসমান গণির নাতি সামাদ ফকির জানান, তার দাদার আবদারে রিকশায় বসিয়ে এক আত্মীয়ের নির্বাচনি মিছিলে নিয়ে যেতেও হয়েছে। ইভিএমে ভোট দিয়ে এই বয়সে মজা পেয়েছেন বলে জানান দাদা ও নাতি।

বেরীবাইদ ইউনিয়নের বেরীবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক আজগর আলীর সঙ্গে। তিনিও ইভিএমে সঠিকভাবে ইচ্ছেমতো ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে টাঙ্গাইলের মধুপুরের দুটি ইউনিয়ন বাদে বাকি ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলো ঘুরে ভোটের সুষ্ঠু এ পরিবেশ দেখা গেছে।