পুলিশের কাছে সৌদি রিয়াল বিক্রি করতে গিয়ে ধরা পড়লো প্রতারক

রাজধানীর ডেমরায় পুলিশের কাছে সৌদি রিয়াল বিক্রির প্রস্তাব দিতে গিয়ে ধরা পড়লো বিদেশি মুদ্রা বিক্রি ও প্রতারণার সঙ্গে জড়িত প্রতারক চক্রের অন্যতম সদস্য জনি শেখ (৩৫)। শনিবার (১১ জুন) রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী কমিশনার ইমরান হোসেন মোল্লা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এই প্রতারক চক্রের সদস্যরা টার্গেটকৃত ব্যক্তিদের প্রথমে আসল ডলার কিংবা সৌদি রিয়াল দেখিয়ে পরে কাগজে মোড়ানো ফেইক ডলার কিংবা সৌদি রিয়াল দিয়ে প্রতারণা করতো।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার জনি জানায়, সে রিয়াল-ডলার প্রতারক চক্রের সদস্য। বছরখানেক ধরে এই চক্রে যোগ দিয়েছে। চক্রের মোট সদস্য ৭ জন। বাকি ৬ জন হলো— শিপন খান (৫২), রিপন খান (৪৩), আসাদ শেখ, টুটুল মোল্লা, মো. তুষার ও ইলু শেখ। তাদের সকলের অবস্থান বাড্ডা-রামপুরা এলাকায়।

পুলিশ আরও জানায়, সৌদি আরবে লোক পাঠানোর নাম করে চক্রের মূল হোতা শিপন তার কাছ থেকে ৫,০০,০০০ টাকা নেয়। সব জেনে যাওয়ায় টাকা ফেরত চাইলে শিপন জনিকে এ পদ্ধতিতে প্রতারণা করে ৫ লাখ টাকা আদায় করে দিতে বলে।

পুলিশের কাছে সৌদি রিয়েল এনে বিক্রির প্রস্তাব দেওয়ার কারণ জানতে চাইলে জনি বলে— আগেও পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর বিভিন্ন সদস্যের কাছে প্রতারণা করে বিদেশি মুদ্রা রিয়েল-ডলার-ইউরো বিক্রি করেছে তারা। আটক জনিকে ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।