পাকিস্তানে রাত ১০ টার বিবাহ নিষিদ্ধ, পরিবেশন করতে হবে একটি পদ

বর্তমানে বিশ্বে বিয়ের অনুষ্ঠান যেন মানুষের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷বিয়ে মানেই বিশাল আয়োজন।আর এ জন্যই বিয়ে হোক কিংবা হোক কোনো জমকালো অনুষ্ঠান, বেশির ভাগ ক্ষেত্রেই রাতের দিকেই আয়োজন করা হয়ে থাকে।

তবে এবার থেকে রাতের বিয়ের অনুষ্ঠানে নতুন নির্দেশনা এনেছে পাকিস্তানের কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদ। নতুন এই নির্দেশনা অনুযায়ী রাত দশটার পর কোন ‍বিয়ে অনুষ্ঠান করা যাবে না।গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে এই নির্দেশনা।

তবে এই নির্দেশনা শুধু কেবল বিয়ের অনুষ্ঠানে নয়, বিয়ের খাবারের লাগামও টানা হয়েছে।বিয়েবাড়ির বড় আকর্ষণ জম্পেশ খাওয়াদাওয়া। বিয়ের আয়োজন কতটা ভালো হলো, তা বিয়ের দাওয়াতের খাওয়ার ওপরও অনেকাংশে নির্ভর করে।

তবে এবার এই বাহারি পদের খাবার প্রতিযোগিতাও তাই বন্ধ হওয়ার মুখে।এবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মত নিয়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী খাবারের এক ডিশ/পদের বেশি খাবার বিয়ের মেন্যুতে রাখা যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে বলেও সতর্ক করেছে ইসলামাবাদ পুলিশ।

তবে এই আদেশের ফলে বিয়েতে ধনী-গরীব মিলে খাবার পরিবেশনের যে প্রতিযোগিতা চলত, সেখানে খানিকটা ভাটা পড়বে বলেই মনে করছেন অনেকে। অনেকে আবার ভাবছেন শাহবাজের এই আদেশ বিয়ের আনন্দ-উৎসবেই লাগাম টানবে। তবে পাকিস্তান সরকার কেন এমন পথে হাঁটছে, সে বিষয়ে তেমন কিছুই জানানো হয়নি।