চট্টগ্রামে জোনায়েদ সাকির ওপর হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আহত অন্যরা হলেন, গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্য সচিব ফরহাদ জামান, ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি।

জানা যায়, আজ মঙ্গলবার (৭ জুন) বিকেল পৌনে ৬ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬নং ওয়ার্ডের সামনে কিছু সংখ্যক যুবক তাকে মারধর করেন। হামলার পর চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন সাকি। তিনি বলেন, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের দেখে ফিরে আসার পথে তার উপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়।

তবে ছাত্রলীগের পাঁচলাইশ থানার সাধারণ সম্পাদক রবিন হোসেন বলেন, হামলা করা করেছে আমরা জানি না। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।